সন্ন্যাসাশ্রম অথবা গার্হস্থ্যাশ্রম — কোনওটাই সর্বাংশে নিখুঁত বা আদর্শ নয় ৷
ঈশ্বরেচ্ছায় আমরা যেখানেই থাকি, সেই আশ্রমের যা-কিছু সর্বোত্তম তাকেই গ্রহণ করব এবং তার সাহায্যেই নিজের জীবনকে উন্নত করে তুলব ৷
কেউ তোমার সমালোচনা করলে তুমি নিরপেক্ষ মনোভাব নিয়ে নিজের আচরণের বিচার করবে ।
যদি তোমারই দোষ চোখে পড়ে তবে তা সংশোধন করা উচিত ৷
আর যদি মনে হয়, সেক্ষেত্রে তোমার কোনও ত্রুটি ছিল না — তবে ওই ব্যাপারে চিন্তা করে অনর্থক সময় নষ্ট কোরো না ৷
শ্রীভগবানের পায়ে সব অর্পণ করে দাও ৷
ছোট-ছোট জিনিস নিয়ে পড়ে থেকো না ৷
কেউ তোমার প্রশংসা করবে, কেউ নিন্দা-সমালোচনা করবে ৷
দুটোই শ্রীশ্রীমাকে অর্পণ করে দাও ৷
— স্বামী যতীশ্বরানন্দজী ৷